ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আয়নাঘর পরিদর্শনের সুযোগ পাচ্ছেন গণমাধ্যমকর্মীরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনার আমলের ভয়াবহতার চিহ্ন দেখাতে গণমাধ্যমকর্মীদের আয়নাঘর দেখার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনার পাপাচারের শেষ নেই। আমদের কাজ অনেক। জুলাই-আগস্টের ভয়াবহতার নিয়ে কাজ করছি। আপনারা জানেন গুমের বিষয়ে একটা কমিশন করে দেওয়া হয়েছে। তারা খুব ভালোভাবে কাজ করছে। আপনাদের আয়নাঘরে ভিজিটের ব্যবস্থা করবো। আপনারা দেখতে পাবেন কী  ভয়াবহভাবে তাদের আটকে রাখা হতো। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি